116
প্রভু যখন আমার প্রার্থনা শোনেন,
তখন আমার ভালো লাগে|
আমি যখন সাহায্যের জন্য ডাকি
তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে|
আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম!
আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল|
কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে|
আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম|
তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম|
আমি বলেছিলাম: “প্রভু, আমায় রক্ষা করুন!”
প্রভু মঙ্গলময় এবং করুণাময়|
ঈশ্বর দয়াময়|
প্রভু অসহায় মানুষের যত্ন নেন|
আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন|
হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস!
প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন|
হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন
এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন|
আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন|
জীবিতদের রাজ্যে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব|
 
10 যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি”
তখনও আমি বিশ্বাস করে চলেছি|
11 হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম,
তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী|”
 
12 আমি প্রভুকে কি আর দিতে পারি?
আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!
13 তিনি আমায় রক্ষা করেছেন,
তাই আমি তাঁকে পেয় নৈবেদ্য উৎসর্গ করবো|
আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো|
14 যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো|
আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|
 
15 প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ|
প্রভু, আমি আপনার একজন দাস!
16 আমি আপনার দাস,
আমি আপনারই এক দাসীর সন্তান|
প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!
17 আমি আপনাকে ধন্যবাদ উৎসর্গ করবো|
আমি প্রভুর নাম স্মরণ করবো|
18 যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো|
আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|
19 আমি জেরুশালেমের মন্দিরে যাবো|
 
প্রভুর প্রশংসা কর|