57
পরিচালকের প্রতি: সুর “ধ্বংস করো না|” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিকতাম, যখন তিনি শৌলের কাছ থেকে পালিয়ে গুহায় লুকিয়ে ছিলেন|
ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন|
সদয় হোন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে|
যখন সমস্যা আসে,
তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি|
আমি পরাৎ‌‌পর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি|
ঈশ্বর সম্পূর্ণভাবে আমার যত্ন নেন!
স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন|
যারা আমায় অবদমিত করে তাদের তিনি পরাজিত করেন|
আমার প্রতি ঈশ্বর
তাঁর প্রকৃত ভালোবাসা প্রদর্শন করেন|
 
আমার জীবন সঙ্কটাপন্ন|
শত্রুরা আমার চারদিকে ঘিরে রয়েছে|
ওরা মানুষখেকো সিংহদের মত;
ওদের দাঁতগুলো তীরের মত তীক্ষ্ণ;
ওদের জিভগুলো তরবারির মত ধারালো|
 
হে ঈশ্বর, আপনি স্বর্গের চেয়েও ওপরে|
আপনার মহিমা পৃথিবীকে আবৃত করে|
আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে|
ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে|
ওরা আমার পথে একটা গভীর গর্ত খুঁড়েছে যাতে আমি ওর মধ্যে পড়ে যাই,
কিন্তু ওরা নিজেরাই তার মধ্যে পড়ে গেছে!
 
কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন|
তিনি আমায় সাহস দেবেন এবং আমি তাঁর প্রশংসা করবো|
হে আমার আত্মা, জেগে ওঠো!
হে সারেঙ্গী, হে বীণা, তোমাদের সঙ্গীত শুরু কর! এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি|
আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি|
সব জাতির কাছেই আমি আপনার প্রশংসা করি|
10 আপনার প্রকৃত ভালোবাসা, আকাশের উচ্চতম মেঘের থেকেও উচ্চ!
11 হে ঈশ্বর, স্বর্গকেও অতিক্রম করে যাও|
আপনার মহিমা পৃথিবীকে আবৃত করুক|