16
হে লোকরা, দেশের শাসকের জন্য তোমরা একটি উপহার পাঠাও| সেলা থেকে একটি মেষশাবক মরুভূমির মধ্যে দিয়ে সিয়োন কন্যা পর্বতের কাছে পাঠিয়ে দাও|
 
মোয়াবের মেয়েরা অর্ণোন নদী পার হওয়ার চেষ্টা করছে|
তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সাহায্যের জন্য ছুটছে|
তাদের অবস্থা যেন নীড় ভেঙে হারিয়ে যাওয়া ছোট্ট পাখির মতো|
তারা বলছে, “আমাদের সাহায্য কর,
বলে দাও আমরা এখন কি করব!
যেমন করে ছায়া মধ্যাহ্নের গনগনে সূর্য থেকে আমাদের রক্ষা করে,
তেমনি প্রভু শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা কর|
আমরা শত্রুদের হাত থেকে পালিয়ে বেঁচেছি|
আমাদের আড়াল কর|
আমাদের শত্রুদের হাতে তুলে দিও না|”
মোয়াবের লোকদের জোর করে বাড়ি ছাড়া করা হয়েছে|
তাই তাদের তোমাদের দেশে বাস করতে দাও|
শত্রুদের চোখ থেকে তাদের লুকিয়ে রাখো|
লুঠতরাজ বন্ধ হবে| শত্রুরা পরাস্ত হবে|
অত্যাচারী লোকরা দেশ ছেড়ে চলে যাবে|
তারপর দায়ুদের পরিবার থেকে
একজন নতুন রাজা আসবেন|
তিনি বিশ্বস্ত, দয়ালু এবং প্রেমিক হবেন|
এই রাজা ন্যায্য বিচার করবেন|
যা কিছু ভাল এবং সঠিক সে সব কাজ তিনি তাড়াতাড়ি করবেন|
 
আমরা মোয়াব্বাসীদের অহঙ্কার এবং দাম্ভিকতার কথা শুনেছি|
তারা অহঙ্কারী এবং হিংস্র|
তারা দম্ভ করে,
কিন্তু তাদের দম্ভগুলি শুধুই কতগুলি ফাঁকা বুলি|
এই অহঙ্কারের জন্য গোটা মোয়াব দেশ ভুগবে|
মোয়াবের সমস্ত লোক হাহাকার করবে|
তারা দুঃখিত হবে এবং অতীতে তাদের যা যা ছিল তারা তা ফিরে পেতে চাইবে|
হিশ্বোনের ক্ষেত ও সিব্মার দ্রাক্ষাক্ষেত নষ্ট হয়ে গিয়েছে|
বিদেশী শাসকরা তাদের সব দ্রাক্ষাগাছ কেটে ফেলেছে|
সুদূর যাসের শহর পর্যন্ত এমনকি মরুভূমির ভেতর পর্যন্ত তাদের দ্রাক্ষা বাগান ছড়িয়ে থাকত|
তাদের শাখাগুলি একেবারে সমুদ্রের ওপার পর্যন্ত ছড়িয়ে পড়ত|
“আমি যাসের এবং সিব্মার লোকদের সঙ্গে কাঁদব
কারণ দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করা হয়েছে|
আমি হিশ্বোন এবং ইলিয়ালীর লোকদের সঙ্গে কাঁদব
কারণ কোন শস্য সংগ্রহ হবে না|
কোন গ্রীষ্মকালীন ফসল উঠবে না|
তাই কোন আনন্দ উল্লাস হবে না|
10 কারমেলে কোন আনন্দ গান হবে না|
শস্য সংগ্রহের সময়কার আনন্দের আমি পরিসমাপ্তি ঘটাব|
দ্রাক্ষারস তৈরীর জন্য যে সমস্ত দ্রাক্ষা তৈরি হয়ে আছে
তা সব নষ্ট হয়ে যাবে|
11 তাই আমি মোয়াব এবং কীর্-হেরস
এই দুটি শহরের জন্য খুবই দুঃখিত|
12 মোয়াবের লোকরা তাদের উপাসনালয়ে যাবে|
লোকরা প্রার্থনা জানানোর চেষ্টা করবে|
কিন্তু তারা তাদের পরিণাম কি হবে তা দেখতে পেয়ে এত দুর্বল হয়ে পড়বে যে আর প্রার্থনা করতে পারবে না|”
 
13 প্রভু মোয়াব সম্পর্কে এই ঘটনাগুলির কথা বহুবার বলেছেন| 14 এবং প্রভু এখন বলেন, “তিন বছরের মধ্যে এই বিপুল জনসংখ্যা এবং অন্যান্য জিনিষ, যার জন্য মোয়াব গর্বিত, তার বিশেষ কিছুরই অস্তিত্ব থাকবে না (ঠিক যেমন ভাড়া করা সহকারীরা সময় গোনে)| শুধুমাত্র ক্ষীণবল গুটিকতক লোক পড়ে থাকবে|”