127
আরোহণ গীত। শলোমনের। 
 1 যদি সদাপ্রভুু গৃহ তৈরী না করেন, 
তারা বৃথাই কাজ করে, 
যারা তা তৈরী করে। যদি সদাপ্রভুু শহর পাহারা না দেন, 
পাহারাদার বৃথাই দাঁড়িয়ে থাকে। 
 2 এটা বৃথা যদি তোমরা ভোরে উঠ, 
দেরীতে বাড়ি আস অথবা পরিশ্রমের খাবার খাও 
কারণ সদাপ্রভু তাঁর প্রিয়পাত্রকে 
ঘুমের মধ্যে এইরকম দেন। 
 3 দেখ শিশুরা সদাপ্রভুুর থেকে পাওয়া অধিকার, 
গর্ভেরফল তাঁর থেকে পাওয়া পুরষ্কার। 
 4 যেমন সৈনিকের হাতে বান, 
সেরকম যৌবনের সন্তানরা। 
 5 ধন্য সেই মানুষ, যার তূন এরকম বানে পূর্ণ; 
তারা লজ্জিত হবে না, 
যখন তারা দরজায় শত্রুদের সঙ্গে মুখোমুখি হয়।