61
সঙ্গীত পরিচালকের প্রতি: তন্ত্রবাদ্য সহযোগে দায়ূদের গানগুলির অন্যতম| 
 1 হে ঈশ্বর, আমার প্রার্থনা সঙ্গীত শুনুন| 
আমার প্রার্থনা শুনুন| 
 2 আমি যেখানেই থাকি, যতই দুর্বল হই না কেন, 
আমি সাহায্যের জন্য আপনাকে ডাকবো! 
আমাকে বহু বহু উঁচুতে 
নিরাপদ স্থানে নিয়ে চলুন| 
 3 আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল! 
আপনিই সেই শক্তিশালী দুর্গ যা আমাকে আমার শত্রুদের থেকে রক্ষা করে| 
 4 আমি চিরদিনের জন্য আপনার তাঁবুতে থাকতে চাই| 
যেখানে আপনি আমায় সুরক্ষিত করবেন আমি সেখানেই লুকিয়ে থাকতে চাই| 
 5 হে ঈশ্বর, আপনাকে যা দেবার প্রতিশ্রুতি আমি করেছি তা আপনি শুনেছেন| 
কিন্তু আপনার অনুগামীদের যা আছে, তার প্রতিটি জিনিসই আপনার কাছ থেকে এসেছে| 
 6 রাজাকে দীর্ঘ জীবন দিন! 
তাকে চিরদিন জীবিত থাকতে দিন! 
 7 তাকে চিরদিন ঈশ্বরের সঙ্গে বেঁচে থাকতে দিন! 
আপনার প্রকৃত ভালোবাসা দিয়ে তাকে আপনি রক্ষা করুন| 
 8 আমি চিরকাল আপনার নামের প্রশংসা করবো| 
আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিদিনই আমি তা পালন করবো|